শনিবার সকাল থেকে ফের অমরনাথে উদ্ধারকাজ (Amarnath Rescue operataion) শুরু করেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে রেডার ও স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে অমরনাথে মেঘ-ভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও নিখোঁজ অন্তত ৪০ জন। তাঁদের খোঁজে গতকালই উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল রাত সাড়ে তিনটে পর্যন্ত উদ্ধারকাজ চালানোর পর শনিবার সকাল সাতটা থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে।
প্রশাসনের তরফে ঘটনাস্থলে চিকিৎসক ও সাহায্যকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে সেনার হেলিকপ্টার। আহতদের উদ্ধার করে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে শ্রীনগরে নামিয়ে আনা হচ্ছে। দেহগুলি হেলিকপ্টারে আনা হচ্ছে শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে। সেগুলি সনাক্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Amarnath Cloudbrust Update : অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, ভেসে গেল ক্যাম্প, রাত পর্যন্ত মৃত কমপক্ষে ১৫
অমরনাথের নীলগ্রন্থ হেলি অঞ্চলে ইতিমধ্যে বিএসএফের একটি দল মোতায়েন করা হয়েছে। সেখানে তীর্থযাত্রীদের শুশ্রষা করা হচ্ছে। শনিবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পর অন্তত ১১ জন আহত যাত্রীকে হেলিকপ্টারে শ্রীনগরে ফিরিয়ে আনা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কিছুক্ষণ সামান্য বৃষ্টি হলেও মোটের উপর আবহাওয়া অনুকূল। তবে প্রশাসন সতর্কতা হিসেবে আপাতত অমরনাথ যাত্রা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রেখেছে।