শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আরও একবার খুন করে দেহ টুকরো করার অভিযোগ প্রকাশ্যে। এবার বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। খুনের পর বাবার দেহ ৩২ টুকরো করে কুয়োয় ফেলে দিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি কর্নাটকের বাগালকোটের।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিঠালা। অভিযোগ, গত ৬ ডিসেম্বর, বাবা পরশুরাম কুলালিকে রাগের বশে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে সে। দুই ভাইয়ের মধ্যে বিঠালা কনিষ্ঠ। মাকে নিয়ে দাদা আলাদা থাকেন। বাবা পরশুরামের সঙ্গে থাকতেন বিঠালা। পুলিশ জানিয়েছে, পরশুরাম মদ থেকে প্রতিদিন বাড়িতে অশান্তি করতেন। যার জেরে বড় ছেলেকে নিয়ে অন্যত্র চলে যান তাঁর স্ত্রী। ৬ নভেম্বর অশান্তি চরম পর্যায়ে যায়। প্রথমে এলোপাথাড়ি মারধর। তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ, এরপর দেহ লোপাট করার জন্য বাবার দেহ ৩২ টুকরো করে কেটে কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত।
গত ১৮ মে খুন করা হয় শ্রদ্ধা ওয়ালকরকে। খুনের অভিযোগ ওঠে তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। প্রমাণ লোপাটের জন্য শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।