'ফুংসুখ ওয়াংড়ু'-কে মনে আছে? 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির খান অভিনীত সেই বিখ্যাত চরিত্র! বাস্তবের যে মানুষটির জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই চরিত্রটি, সেই সোনাম ওয়াংচুক থাকেন লাদাখে। লাদাখকে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব থেকে বাঁচাতে টানা ৫ দিনের অনশন শুরু করলেন তিনি। যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, তার মধ্যেই অনশনরত অবস্থায় তিনি। ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই।
হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ লাদাখের ছাদ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে তোলা নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন সোনাম। সেই ভিডিয়োতে তিনি জানান, বরফে ঢেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খারদুংলায় অনশনে বসার অনুমতি পাননি তিনি। সেখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলেও জানান তিনি।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনেই অনশনে বসেন সোনাম ওয়াংচুক।
গত সপ্তাহেই ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। যে ভিডিয়োর নাম ছিল 'অল ইজ নট ওয়েল ইন লাদাখ' বা 'লাদাখে সবটা ভালো হচ্ছে না'। এর আগে, লাদাখের পরিবেশ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছিলেন ওয়াংচুক।