স্বস্তি কংগ্রেসে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন সভানেত্রী সনিয়া গান্ধী। কোভিড আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে তিনি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থা খানিকটা খারাপ হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। শুক্রবার রাতে হাসপাতালেই ছিলেন রাহুল গান্ধী। কিন্তু আপামর কংগ্রেসিদের স্বস্তি দিয়ে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া।
ন্যাশনাল হেরল্ড মামলায় ২৩ জুন ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস সভানেত্রীর। রাজনৈতিক মহলের দাবি, ওই দিন ইডির দফতরে হাজিরা দিতেই হয়তো আগাম হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। এই মাসের আট তারিখেই সনিয়াকে তলব করা হয়েছিল। কিন্তু করোনার কারণে তিনি যেতে পারেননি।
ইতিমধ্য়েই ন্যাশনাল হেরল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। বিভিন্ন সময়ে রাহুলের উত্তর সন্তুষ্ঠ হতে না পেরে টানা তিন দিন প্রায় ৩০ ঘণ্টা রাহুলকে জেরা করা হয়। সূত্রের খবর, সোমবারও ইডির দফতরে হাজিরা দেন ওয়াইনাডের সাংসদ।
গত ২ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী। তাঁকে দিল্লি স্য়র গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।