ফের করোনা আক্রান্ত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) । গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন তিনি । কংগ্রেসের (Congress) তরফে টুইট করে একথা জানানো হয়েছে ।
প্রবীণ কংগ্রেস নেত্রীর (Covid Positive Sonia Gandhi) অসুস্থতার কথা টুইট করে জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। তিনি জানিয়েছেন, কোভিড প্রোটোকল অনুযায়ী, এই মুহূর্তে আইসোলেনে রয়েছেন তিনি । উল্লেখ্য, গত জুন মাসে একবার করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া । সেইসময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । তার দু'মাস কাটতে না কাটতেই ফের করোনা বাসা বাঁধল তাঁর শরীরে । এর একদিন আগেই বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সঙ্গে বৈঠক করেছেন সনিয়া ।
আরও পড়ুন, India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,৮১৫ জন, মৃত্যু হয়েছে ৬৮ জনের
উল্লেখ্য,চলতি সপ্তাহেই সনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীরও করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সোনিয়া এমনিতেই বেশ অসুস্থ । বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি । এই পরিস্থিতিতে তাঁর একাধিকবার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় রাখছে দলকে । সম্প্রতি, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ।