জাতীয় দলের তকমা হারাতেই আক্রমণাত্মক তৃণমূল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা যে আইনি পথে লড়াই চালাবেন, সেকথাও সোমবার স্পষ্ট করে দেন দমদমের তৃণমূল সাংসদ। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে 'জাতীয়' দলের তকমা খুইয়ে যথেষ্ট চাপে শাসক দল। এই আবহেই এবার মুখ খুললেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। লোকসভা ভোটের আগে এইধরনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘটানো হয়েছে বলে মত সৌগতর।
অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, তাঁরা এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করবেন না। তৃণমূলের উচ্চতর নেতৃত্ব নির্বাচন কমিশনের এই ভূমিকা বিশ্লেষণের দলের তরফে তাঁদের বক্তব্য জানানো হবে।
উল্লেখ্য, তৃণমূলের জাতীয় দলের তকমা কেন থাকবে, তা জানতে চেয়ে দলকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এরপরই কমিশনের দফতরে যান সুখেন্দু শেখর রায়, দোলা সেন-অপরূপা পোদ্দার সহ একাধিক তৃণমূল সাংসদ। কিন্তু তাঁদের সেই যুক্তি শেষপর্যন্ত যে ধোপে টিকল না, তা স্পষ্ট হয়ে গেল সোমবার।