আজ, অর্থাৎ ২ নভেম্বরই এথিক্স কমিটির মুখোমুখি হবেন সাংসদ মহুয়া মৈত্র । তবে, তার আগে, ক্যাশ ফর কোয়ারি' বিতর্কে বড় তথ্য সামনে এল । সূত্রের খবর, মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্টে প্রায় ৪৭ বার দুবাই থেকে অ্যাকসেস করা হয়েছে । উল্লেখ্য, দুবাইতেই থাকেন ব্যবসায়ী হীরানন্দানি ।
এছাড়া, মহুয়া মৈত্রের বিদেশ সফর নিয়েও প্রশ্ন উঠছে । অভিযোগ, তিনি কতবার বিদেশ সফর করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, সেই তথ্য লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়নি । পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ।
উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনই অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁরই অভিযোগের ভিত্তিতে মহুয়াকে তলব করেছে এথিক্স কমিটি ।