২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হতে পারে ‘সংশোধিত নাগরিকত্ব আইন। এমনই দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের এক সূত্রের। প্রসঙ্গত, ২০১৯-এর শেষে সিএএ-তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি। তাই এখনও আইনটি কার্যকর করা যায়নি। খুব শিগগির আইনের ধারা তৈরি হলেই কার্যকর হতে পারে, দাবি কেন্দ্রীয় সূত্রের।
সম্প্রতি বঙ্গ সফরে অমিত শাহ জানিয়েছিলেন, সিএএ চালু হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের জনৈক আধিকারিক দাবি করছেন।রুল, অনলাইন পোর্টাল সব তৈরি হয়ে গিয়েছে। এই পুরো প্রক্রিয়াটিই অনলাইন, এবং আবেদনকারীরা মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই তাঁর দাবি, লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই চালু হতে পারে সিএএ।
২০১৯ এর সংশোধিত নাগরিকত্ব আইনের ২ (১) বি ধারায় বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারীর দলে পড়বে না। এই সংশোধনীটি আনার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আগুন জ্বলে ওঠে। আন্দোলনকারীরা একে ‘অসাংবিধানিক’ ও ‘সংবিধানের পরিপন্থী’ বলে দাবি করেছেন।