INDIA জোটে ফের জট। আরও জটিল হচ্ছে আসন বণ্টন রফা। মঙ্গলবার উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করে দিল অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। কংগ্রেসের সঙ্গে এখনও আলোচনা চূড়ান্ত হয়নি। তারই মাঝে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
তালিকায় কে কে রয়েছেন?
ওই তালিকায় রয়েছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের নাম। তাঁকে মৈনপুরী কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে মুলায়ম সিং যাদবের পরিবারের সদস্য অক্ষয় যাদব, ধর্মেন্দ্র যাদবের নাম।
গত শনিবার অখিলেশ দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি আসন কংগ্রেসকে ছাড়বেন। এবং সেবিষয়েই সমঝোতা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে পালটা জানানো হয়, এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ায় শুরু হয়ে বিতর্ক। এমনকি INDIA জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।