G20 সম্মেলনে জমজমাট রাজধানী নয়াদিল্লি। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের আপ্যায়ন করা হচ্ছে। শনিবার রাষ্ট্রপ্রধানদের নৈশভোজে আমন্ত্রণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহাভোজের আগে অতিথি আপ্যায়নে থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
ভারত মন্ডপমেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। দেশের সব ধারার সমৃদ্ধ সঙ্গীতের ঐতিহ্যকেই তুলে ধরা হবে। অন্যতম উপস্থাপনা 'ভারত বাদ্য দর্শনম'-এর মাধ্যমে ভারতের সঙ্গীত যাত্রাকে তুলে ধরা হবে। 'গান্ধর্ব আরাধ্যম' নামে একটি দল এর দায়িত্বে আছে। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি জানিয়েছেন, রাষ্ট্রপতির আতিথেয়তায় বিশেষ নৈশভোজে তিন ঘন্টা ধরে এই সঙ্গীতানুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে পারফর্ম করা শিল্পীদের জন্যও গর্বের।
এবার G20 সম্মেলনের থিমের নাম 'বসুধৈব কুটুম্বকম'। পরম্পরা মেনে শনিবার রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ঐতিহ্য তুলে ধরতেই এই অনুষ্ঠান বলে জানা গিয়েছে।