বিপদ যেন শেষ হচ্ছে না স্পাইসজেটের (SpiceJet) উড়ানে! বারবার আগুন ধরে যাওয়ার মতো দুর্ঘটনার মাঝে এবার যান্ত্রিক গোলযোগের কারণে পাকিস্তানের করাচিতে (Karachi) জরুরি অবতরণ করতে হল বিমানকে। ডিজিসিএ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দিল্লি থেকে দুবাইতে যাচ্ছিল বিমানটি। ইন্ডিকেটর আলো (Indicator light) সঠিকভাবে কাজ করছিল না। কন্ট্রোল প্যানেলের ওই ইন্ডিকেটর আলোতে সমস্যার জন্যই বিমানটিকে করাচিতে জরুরি অবতরণ করান পাইলট। কোনও জরুরি অবস্থাও ঘোষণা করতে হয়নি। বিমানটি একেবারে সাধারণভাবেই অবতরণ করে বলে জানা গিয়েছে। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন: ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এই নিয়ে দু' সপ্তাহে তিনজন!
স্পাইসজেটের ৭৩৭ বোয়িং বিমানে (Boeing 737) এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একটি বিকল্প বিমান করাচিতে পাঠানো হচ্ছে। সেই বিমানে করেই যাত্রীরা দুবাই উড়ে যেতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৭ দিনের মধ্যে এই নিয়ে ষষ্ঠবার এমন ঘটনা ঘটল স্পাইসজেটের বিমানে।