কর্তব্যরত এক CISF অফিসারকে চড় মারার অভিযোগ উঠল একটি বেসরকারি বিমান সংস্থার এক মহিলা কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও ওই মহিলা কর্মী CISF অফিসারের বিরুদ্ধে যৌন হেনস্থার পালটা অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে জয়পুর বিমানবন্দরে। ইতিমধ্যে ওই ঘটনার একটি CCTV ফুটেজ প্রকাশ্যে এসেছে।
CISF এর তরফে জানানো হয়েছে, বিনা অনুমতিতে বিমানবন্দরের একটি সিকিউরিটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন ওই মহিলা কর্মী। সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন গিরিরাজ প্রসাদ নামে ওই CISF অফিসার। তিনি ওই মহিলাকে বাধা দেন। এবং তারপরেই ওই মহিলা গিরিরাজকে চড় মারেন বলে অভিযোগ।
যদিও ওই বেসরকারি বিমান সংস্থার তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, ওই মহিলা কর্মীর কাছে বৈধ এন্ট্রি কার্ড ছিল। কিন্তু তারপরেও গিরিরাজ নামে ওই আধিকারিক খারাপ মন্তব্য করেন। এমনকি ডিউটি শেষের পর তাঁর বাড়িতে ওই মহিলা কর্মীকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ নম্বর ধারা এবং ১২১ নম্বর ধারায় মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।