বসে যাওয়া ২৫টি উড়ানকে ফের ফিরিয়ে আনতে চায় স্পাইসজেট। সেক্ষেত্রে কেন্দ্রের জরুরি তহবিল ব্যবহার করবে তারা। ওই বিমান সংস্থা সূত্রে খবর, ৪০০ কোটি টাকা জোগাড় হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই ২৫টি বিমানকে আকাশে ডানা মেলতে আরও অর্থের প্রয়োজন। তার জন্যই সংস্থাটি কেন্দ্রের ইসিএলজিএস তহবিল থেকে টাকা সংগ্রহ করবে বলে জানিয়েছে।
স্পাইসজেটের ব্যবস্থাপনা পরিচালক অজয় সিংহ বিবৃতি দিয়ে জানান, তাঁরা অতি শীঘ্রই বসে যাওয়া উড়ানগুলিকে ফিরিয়ে আনতে চাইছেন। ইসিএলজিএস তহবিল থেকে ওই পুঁজি ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক।
আরও পড়ুন- Priyanka Mallick: হুগলীর তরুণীর নকশাতেই চার্লস-ক্যামেলিয়ার রাজ্যাভিষেক