ভালবাসা আবার ম্যাপে আটকে থেকেছে কবে! সম্প্রতি এই প্রমাণ ফের মিলল। শ্রীলঙ্কার একজন মহিলার সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় ভারতের এক যুবকের সঙ্গে। প্রেমের টানে ভিকনেশ্বরী শিবকুমারা নামের ওই ২৫ বছরের মহিলা দেশ থেকে পালিয়ে এসেছেন বলে জানা যাচ্ছে। গত ৪ঠা জুলাই ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন তিনি , এরপর ভিনদেশি প্রেমিক লক্ষণকে বিয়েও করেছেন একটি মন্দিরে।
West Bengal Assembely: মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব তৃণমূলের, মমতা-শুভেন্দুর তুমুল বাক বিতণ্ডা
কথা হত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দূরে থাকা আর কদিন যায়, ভিকনেশ্বরী আগেই জানত এই প্রেম টিকিয়ে রাখতে হলে তাঁকে দেশের বেড়াজাল ডিঙোতেই হবে। যখন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তবে টুরিস্ট ভিসা শেষ হলে ফিরে যেতে হবে তাঁকে, সেই নোটিশ ও ইতিমধ্যেই পেয়েছেন নববধূ। পাশাপাশি ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন ওই শ্রীলংকার মহিলা।