রুপোলি পর্দায় রোম্যান্সে বিশ্বে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার অঞ্জলি সিংয়ের (Anjali Singh) পরিবারকে সাহায্য করল শাহরুখ খানের এনজিও সংস্থা।
নববর্ষের সকালে দিল্লিতে একটি গাড়ি কয়েক কিলোমিটার ঘষটে নিয়ে গিয়েছিল ২০ বছরের অঞ্জলিকে। মর্মান্তিক মৃত্যু হয় যুবতীর। জানা গিয়েছে, শাহরুখ খানের এনজিও সংস্থা মির ফাউন্ডেশন অঞ্জলির পরিবারের জন্য বড় অঙ্কের অর্থ সাহায্য করেছে। কত পরিমাণ অর্থসাহায্য, তা যদিও জানা যায়নি। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন অঞ্জলি।
আরও পড়ুন: বিরিয়ানি খেয়েই মৃত্যু তরুণীর! দানা বাঁধছে রহস্য, চলছে তদন্ত
জানা গিয়েছে, অঞ্জলি সিংয়ের মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে শাহরুখ খানের এনজিও সংস্থা। অঞ্জলির মা ও ভাইবোনদের সবার দায়িত্ব নিয়েছে মির ফাউন্ডেশন।