SSC -র দেওয়া তথ্যে ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ। মঙ্গলবার শুনানি শেষে এই মন্তব্য করল সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। পাশাপাশি সুপ্রিমকোর্টে SSC একপ্রকার স্বীকার করে নেয় যে অবৈধ নিয়োগ হয়েছে।
চাকরি বাতিল মামলায় ম্যারাথন শুনানি চলে সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিল রাজ্য সরকার, SSC, যোগ্য চাকরিপ্রার্থী এবং চাকরাহারারা।
এদিন শুনানির শুরুতেই SSC-র তরফে জানিয়ে দেওয়া হয়, প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ। এবং তাদের কাছে বৈধ চাকরিপ্রার্থীদের সব তথ্য রয়েছে। অন্যদিকে শীর্ষ আদালতের কাছে রাজ্য সরকারের আইনজীবীর ব্যাখ্যা, কোনও খারাপ অভিসন্ধি ছিল না তাদের। যদিও সুপার নিউমেরিক পদ তৈরি করা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতিদের বেঞ্চ।
শুনানি চলাকালীন CBI উদ্ধার করা OMR নিয়ে নিজেদের বক্তব্য জানান চাকরিহারাদের আইনজীবী। তিনি জানান, "CBI যে OMR শিটগুলি উদ্ধার করা হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সেগুলি নাইসার দফতর থেকে উদ্ধার করা হয়নি। পাওয়া গিয়েছে ওই সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বনসলের বাড়ি থেকে।"
এদিকে শুনানিতে রাজনীতির প্রসঙ্গও উঠে আসে। চাকরিহারাদের আইনজীবী আদালতে বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ উচিত। এপ্রসঙ্গে আইনজীবীর যুক্তি, একটি সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি জানিয়েছিলেন তাঁকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে।