চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে চলছে শুনানি পর্ব। SSC-র তরফে জানিয়ে দেওয়া হল প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ। এবং তাদের কাছে বৈধ চাকরিপ্রার্থীদের সব তথ্য রয়েছে। অন্যদিকে শীর্ষ আদালতের কাছে রাজ্য সরকারের আইনজীবীর ব্যাখ্যা, কোনও খারাপ অভিসন্ধি ছিল না তাদের। যদিও সুপার নিউমেরিক পদ তৈরি করা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতিদের বেঞ্চ।
Read More- '২৬ হাজার পরিবারের রুটিরুজি বন্ধ', চাকরি বাতিল নিয়ে TMC-কে তীব্র কটাক্ষ মোদীর
রাজ্যের তরফে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের কাছে। রাজ্যের আইনজীবী জানিয়ে দেন, রাজ্য সরকার শুধুমাত্র শূন্যপদ তৈরি করে। এবং নিয়োগের পর বেতন দেয়। এর বাইরে রাজ্যের সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।
উল্লেখ্য গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের SSC-র নিয়োগ প্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।
পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে SSC-র কাছে জানতে চাওয়া হয়, শিট স্ক্রিনিংয়ের জন্য কেন সঠিক ভাবে টেন্ডার ডাকা হয়নি? কেন এত গুরুত্বপূর্ণ তথ্য অন্য সংস্থার হাতে তুলে দেওয়া হয়?