শেষ বলে তিনি ছক্কা হাঁকাবেন। লোকসভায় মণিপুর নিয়ে অনাস্থা বিতর্ক শুরুর আগে এই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেই দিন। লোকসভায় মোদী ওভার বাউন্ডারি রুখতে এখন এককাট্টা বিরোধী ইন্ডিয়া জোট।
গত দু দিনের বিতর্কে লোকসভায় তাঁর সরকার স্বীকার করেছে মণিপুরে হিংসা হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে। তবে, রাজ্যের এই পুরো হিংসার জন্য তাঁর সরকার দায় চাপিয়েছে বিদেশি শক্তির দিকেই। প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের ইম্ফল সফর নিয়েও।
আরও পড়ুন : 'বিজেপি দেশভক্ত নয়, দেশদ্রোহী', মণিপুরের হিংসা নিয়ে আক্রমণ রাহুলের
এই প্রেক্ষাপটেই মণিপুর নিয়ে লোকসভায় মোদীর বিবৃতি। রাজনৈতিক মহলের দাবি, কৌশল সাজিয়েই মাঠে নামবেন প্রধানমন্ত্রী। সেই কারণে, অমিত শাহ-সহ মন্ত্রিসভার সিনিয়রদের নিয়ে বৈঠক করেছেন তিনি। সরকারকে পাল্টা দিয়ে কৌশল সাজিয়েছে ইন্ডিয়া।
বুধবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পাল্টায় রাহুলকে এখনও নবাগত বলেই খোঁচা দিয়েছিলন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিকেলে রাহুল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জবাব কী হবে, সেই আগ্রহ সবার থাকছে।