বেঙ্গালুরু থেকে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বিমান । প্রায় পৌঁছেও গিয়েছিল । কিন্তু, ডাবোলিম বিমানবন্দরে অবতরণ না করে, গোয়ার আকাশে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বেঙ্গালুরু ফেরে বিমানটি । ঘটনায় হকচকিয়ে যান বিমানের যাত্রীরাও । গোয়ার পৌঁছেও কেন আবার বেঙ্গালুরু ফিরতে হল বিমানটিকে ?
জানা গিয়েছে, ডাবোলিম বিমানবন্দরে ভিস্তারা ফ্লাইট ইউকে 881 অবতরণের ঠিক আগের মুহূর্তে থমকে যায় । কারণ সেইসময় রানওয়েতে ঢুকে পড়েছে একটি কুকুর । এয়ার ট্রাফিক কন্টরোলারের তরফে পাইলটে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেন । কিন্তু, সেইসময় তিনি পুনরায় বেঙ্গালুরুতে ফিরে যাওয়াই শ্রেয় মনে করেন তিনি । সংবাদসংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন গোয়া বিমানবন্দরের ডিরেক্টর এসভিটি ধনমজায়া রাও ।
জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ৫৫ নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে ভিস্তারা ফ্লাইটটি । বিকেল ৩টে ৫ নাগাদ আবার সেখানেই ফেরে বিমানটি । ফ্লাইটটি পরে আবার ৪টে ৫৫ নাগাদ বেঙ্গালুরু থেকে যাত্রা করে এবং ৬টা ১৫ নাগাদ গোয়াতে পৌঁছয় ।