সদ্যজাত শিশুকে মায়ের পাশ থেকে টেনে নিয়ে গেল কুকুর। হাসপাতালের ওয়ার্ডের বাইরে পাওয়া গেল ১ মাস বয়সী শিশুটির দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলায়।
সিরোহি কোতোয়ালির এসএইচও সীতারাম জানান, শিশুটির বাবা মহেন্দ্র মীনাকে সিলিকোসিসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির মা রেখা তাঁর স্বামীর চিকিৎসার কারণে তিন সন্তানসহ হাসপাতালেই থাকছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়ার পরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ জানাচ্ছে, সিসিটিভি খতিয়ে দেখে দেখা গিয়েছে দুটি কুকুর ওই ওয়ার্ডে ঢুকছে। তাদের মধ্যে একটি কুকুর মুখে করে সদ্যোজাতটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। হাসপাতালের সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, শিশুটির ময়নাতদন্ত হওয়ার পরে একটা মামলা রুজু করে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।