ফের মাদ্রাজ আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু। এই নিয়ে একই বছরে ৪ জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে IIT-তে। পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের ঘরেই ওই পড়ুয়া আত্মঘাতী হন। হস্টেলের একটি বন্ধ ঘর থেকেই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়া আইআইটি দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা। আইআইটি মাদ্রাজে এই বছর ছাত্র আত্মহত্যার এটি চতুর্থ এবং ২০১৮ সাল থেকে ১২ তম ঘটনা।
Eid In India: আরবে শুক্রবার খুশির ইদ, ভারতে কবে?
এদিকে চলতি বছরেই দিন কয়েক আগে এই একই শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষক ৩২ বছর বয়সী এক বাংলার ছাত্রের মৃত্যু হয়। এর আগে অন্ধ্র, মহারাষ্ট্রের দুই ছাত্রেরও মৃত্যু হয়েছিল শিক্ষাঙ্গনেই।