ফের বিমানে প্রস্রাব করার অভিযোগ। নিউ ইয়র্ক-নয়া দিল্লিগামী (New York-New Delhi American Airlines flight) একটি বিমানে ঘুমন্ত অবস্থায় প্রস্রাব ছাত্রের। অভিযোগ, ওই ছাত্র মদ্যপ ছিলেন। যদিও ঘটনার পরই ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত।
অভিযোগ জানাননি ওই ব্যক্তিও। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে বিষয়টি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে অভিযোগ জানানো হয়। দিল্লিতে ওই যাত্রীকে আটক করে দিল্লি পুলিশ।
শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমানটি। বিমান সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি মত্ত অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েন। মাঝ আকাশে ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করেন তিনি। তা গড়িয়ে পড়ে সহযাত্রীর গায়ে।
আরও পড়ুন - ব্রাইডাল মেকআপে বিপত্তি, পুড়ে গেল মুখের চামড়া, আইসিইউতে ভর্তি কনে
বিমানকর্মীদের ডেকে তিনি বিষয়টি জানান। এয়ারলাইন্সের অভিযোগ পাওয়ার পর দিল্লিতে সিআইএসএফের আধিকারিকরা অভিযুক্ত যাত্রীকে আটক করে ও দিল্লি পুলিশের হাতে তুলে দেন।