পড়ুয়ারা এবার সরাসরি NET ও পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। চার বছরের স্নাতক কোর্সে এই সুবিধা পাওয়া যাবে। রবিবার এমনই জানালেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার।
জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকুক অথবা না থাকুক, কোনও অসুবিধা আর রইল না। চার বছরের স্নাতক কোর্সে ৭৫ শতাংশ নম্বর বা গ্রেড থাকলেই গবেষণা করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
এতদিন পর্যন্ত কোনও প্রার্থীকে NET-এ বসতে গেলে স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর লাগত। সংবাদ সংস্থা পিটিআই-কে UGC চেয়ারম্যান জগদীশ কুমার বলেন, "চার বছরের স্নাতক কোর্সে যে সব পড়ুয়ারা ভর্তি হবেন, তাঁরা এবার সরাসরি NET বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। পড়ুয়াদের ৮টি সেমিস্টারে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর লাগবে।"