ভীষণভাবে বামপন্থী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর সঙ্গে কোনও ভাবে গোঁড়া হিন্দুত্বের সম্পর্ক ছিল না। বরং আরএসএসের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মেরুতে বিচরণ করতেন সুভাষ বসু। ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীতে বিশেষ অনুষ্টানের আয়োজন করেছে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। তার আগে জার্মানি থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই ফারাক বোঝালেন নেতাজিকন্যা অনীতা বসু পাফ। তাঁর মতে, নিজেদের সুবিধার জন্য তাঁর বাবার উত্তরাধিকার দখলদারির উদ্দেশে এই কাজ করছে আরএসএস এবং বিজেপি। তিনি জানিয়েছেন, নেতাজির মতাদর্শ কী ছিল এবং আরএসএস কী চায়। এই দুই মূল্যবোধ কখনওই এক সঙ্গে যায় না। আরএসএস এবং নেতাজির ধর্মনিরপেক্ষতার মতাদর্শ সম্পূর্ণ বিপরীত মেরুর।
সাম্প্রতিক সময়ে নেতাজি সম্পর্কে বিজেপির মনোভাব বিশেষ ভাবে চর্চিত। একাধিক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রেরণা নেন নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেই। অতি সম্প্রতি দিল্লিতে বিজেপি সরকার নেতাজির মূর্তি বসিয়েছে। আন্দামানে দ্বীপের নামকরণ করা হয়েছে নেতাজির নামে। এই বছর নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারে ভাষণ দিতে চলেছেন সংঘ প্রধান মোহন ভাগবত।
এই পরিস্থিতির মধ্যে নেতাজি- কন্যার দাবি, তাঁর বাবার সঙ্গে মতে অনেক বেশি মিল ছিল কংগ্রেসের। কিন্তু কোনও ভাবেই নেতাজি আরএসএসের মনোভাবকে সমর্থন করেননি।