এবার থেকে মেট্রো স্টেশনেই মিলবে মুদিখানা সামগ্রী। যাত্রীদের সুবিধার্থে দিল্লিতে এই পরিষেবা চালু হতে চলেছে। এমনকি ওই সামগ্রী ভর্তুকিযুক্ত মূল্যে বিক্রি করা হবে।
ইকনোমিক টাইমসে প্রকাশিক একটি রিপোর্ট অনুযায়ী, দিল্লি মেট্রোর যে সব স্টেশনে যাত্রী সংখ্যা বেশি সেই সব স্টেশনে রিটেল স্টোর লঞ্চ করা হবে। প্রথমে রাজীব চক মেট্রো স্টেশনে ওই স্টোর চালু করার পরিকল্পনা রয়েছে। ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) ওই স্টোরগুলি পরিচালনা করবে। মোট ১৫ থেকে ২০টি স্টেশনে এই পরিষেবা উপলব্ধ থাকবে।
দিল্লিতে এই প্রকল্প সাফল্য হলে চেন্নাই, মুম্বই এবং বেঙ্গালুরুতেও এই পরিষেবা চালু করা হবে। মূলত, ভর্তুকি যুক্ত সামগ্রী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
NCCF এর তরফে আগেও ই-কমার্স প্ল্যাটফর্ম ম্যাজিক পিনের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন মুদিখানা সামগ্রী ভর্তুকিযুক্ত মূল্য বিক্রি করেছিল। মূলত দিল্লি সহ বিভিন্ন শহরে যখন টমেটোর দাম ১০০টাকা ছিল তখন NCCF মাত্র ৭০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করেছিল। তারপর থেকেই এই প্রকল্পটির পরিচিতি বাড়তে থাকে।