দিল্লিতে আজ হাইভোল্টেজ রবিবার। আর কয়েকঘণ্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী। কারা হবেন তাঁর মন্ত্রী ? সেই জল্পনা চলছে। সূত্রের খবর, বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সূত্রের খবর, দিল্লিতে গেলেও প্রধানমন্ত্রী চা চক্রে ডাকা হয়নি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
এক দশক পর ফের জোট সরকারের অপেক্ষায় দিল্লির মসনদ। বিজেপির অন্দর থেকে যা দাবি, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং রেল তাদের হাতেই থাকছে। যদিও রেল নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন চলছে সংযুক্ত জনতা দল এবং লোকজন শক্তি পার্টির মধ্যে। নীতীশ কুমার এবং চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই এই মন্ত্রক নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
এবারের মোদী মন্ত্রিসভায় নতুন মুখ হতে পারেন মধ্যপ্রদেশের বিদিশা থেকে জয়ী শিবরাজ সিং চৌহান। জায়গা পেতে পারেন সংযুক্ত জনতা দল সেকুলারের নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামী। এছাড়াও বেশ কয়েকটি নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে এবারের মোদী মন্ত্রিসভায়।