সোমবারও হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল (Anubrata Mandal's Daughter)। এই নিয়ে দ্বিতীয়বার ইডির ডাকে সাড়া দিলেন না অনুব্রত-কন্যা। এদিন হাজিরা দেননি অনুব্রতর গাড়ির চালক তফান মিদ্যা, তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষও। উল্লেখ্য, পাচারকাণ্ডে অভিযুক্ত সুকন্যাকে গত বুধবার প্রথমে তলব করে ইডি। নোটিশে তাঁকে দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি অনুব্রত-কন্যা।
অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরই সুকন্যা-সহ আরও বেশ কয়েকজনকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই তালিকায় ছিলেন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিও। তদন্তকারীদের ধারণা, মনীশ গ্রেফতার হতে এবার বুঝে পা ফেলতে চাইছেন সুকন্যা। জল মেপে এগোতে চাইছেন অনুব্রতর সঙ্গীরাও।