গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। ইডির মামলায় তাঁকে জামিন দিল আদালত। গত বছরের ২৩ এপ্রিল দীর্ঘ জেরার পর গরুপাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুকন্যাকে গ্রেফতার করেছিল ইডি। এই মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে।
সম্প্রতি রাজ্যে রেশন দুর্নীতি মামলাতেও ইডি মামলায় জামিন হয়েছে বাকিবুর রহমানের। ওই মামলাতেই জামিন পেয়েছিলেন দুই তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাস। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই এবার গরুপাচার মামলাতেও বড় ধাক্কা খেল ইডি।
উল্লেখ, রাজ্য বিধানসভা ভোটের পরে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল গরুপাচার তদন্ত নিয়ে। সেই সময় বীরভূম থেকে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এই মামলায় গত বছরের এপ্রিল মাসে গ্রেফতার করা হয়েছিল সুকন্যাকে। যদিও সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও মামলাই করেনি। আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার তিহাড় থেকে ছাড়া পেতে পারেন সুকন্যা।