বুধবার দিল্লি গেলেন সুকন্যা মন্ডল। সকালেই তিনি ইডি দফতরে পৌঁছান। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আধিকারিকরা। দুপুর পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ পর্ব চলতে পারে বলেই খবর।
জানা গিয়েছে, এএনএম অ্যাগ্রোকেম সহ সুকন্যার নামে যে একাধিক কোম্পানির খোঁজ মিলেছে, সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করবেন ইডি আধিকারিকরা। পাশাপাশি, কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়েও জেরা চলবে বলেই খবর। অনুব্রত-কন্যাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সায়গল হোসেনের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর।
আরও পড়ুন- Primary TET News: এখনই হাতে শংসাপত্র নয়, নম্বর জানানো হলেও প্রবল সমস্যায় ২০১৪-২০১৭-এর টেট উত্তীর্ণরা
গত ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয় সুকন্যাকে। কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে ভিন রাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না। ইডিকে এমনই জানান সুকন্যা। সেদিনই মেল করে ২ নভেম্বর ফের দিল্লিতে তাঁকে তলব করে ইডি।