বুধবারের পর বৃহস্পতিবার। ফের দিল্লির ইডি দফতরে সুকন্যা মন্ডল। বৃহস্পতিবার সকালেই দিল্লিতে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন অনুব্রত-কন্যা। ফের তাঁকে সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।
বুধবার টানা আট ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরেও নাকি কার্যত নিরুত্তর থাকেন সুকন্যা মণ্ডল। দিল্লির ইডি সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেননি পেশায় শিক্ষিকা সুকন্যা। মূলত এদিনের জিজ্ঞাসাবাদে সুকন্যার সামনে দুটি প্রশ্ন রেখেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। এক, কী ভাবে তাঁর অ্য়াকাউন্টে বিপুল অর্থ এল ? দুই, তাঁর নামে এত জমির টাকাই বা হল কী ভাবে ? ম্য়ারাথন জেরায় নাকি কার্যত চুপ করেই ছিলেন অনুব্রত-কন্যা। বুধবার সুকন্য়া হাজিরা দিলেও, ইডির দফতরে যাননি অনুব্রত ঘনিষ্ঠ অ্য়াকাউন্টেট মণীশ কোঠারি। এদিকে, বৃহস্পতিবার অনুব্রত-ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ীকে ডেকেছে সিবিআই। তাঁর নাম রাজীব ভট্টাচার্য।
আরও পড়ুন- Sukanya Mondal : সামনে সায়গল, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে দীর্ঘ আট ঘণ্টা জেরা ইডির
অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের একদা ছায়াসঙ্গী তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে বৃহস্পতিবার কলকাতায় সিবিআইয়ের দফতরে তলব করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।