এর আগে কলকাতার আশুতোষ কলেজে স্নাতক স্তরে হয়েছিলেন ভর্তি, এবার কর্নাটকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেটে বসছেন সানি লিওন? বিষয়টা খোলাসা করেই বলা যাক। অসংখ্য প্রার্থী এই পরীক্ষায় বসছেন৷ ইতিমধ্যেই তাঁদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে অ্যাডমিট কার্ডও। এদিকে শিবমোগা জেলার এক ছাত্রী অ্যাডমিট কার্ড হাতে পেয়ে কার্যত আকাশ থেকে পড়েন৷ দেখা যায় তাঁর ছবির জায়গায় জ্বল জ্বল করছে প্রাক্তন পর্ন তারকা সানি লিওনির ছবি৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে৷
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বি আর নায়ডু মঙ্গলবার সেই অ্যাডমিট কার্ড প্রকাশ্যে এনেছেন। সরকারের নিন্দা করে তিনি বলেন, 'চাকরির পরীক্ষায় প্রার্থীর জায়গায় সানি লিওনির ছবি৷ যে দল বিধানসভায় বসে পর্ন দেখে তার থেকে এর বেশি আর কীই বা আশা করা যায়'।
সানি লিওনির ছবি লাগানো এই অ্যাডমিট প্রসঙ্গে পালটা সাফাই দিয়ে রাজ্য শিক্ষা দফতর বিবৃতি প্রকাশ করে বলে, “চাকরিপ্রার্থীদের ছবি আপলোড করতে হয়। যে ছবি দেওয়া হয়, সিস্টেমে সেই ছবিই আসে। "