নয়ডার টুইন টাওয়ার (Noida Twin Tower) ধ্বংসে প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে । এমনটাই দাবি করলেন নির্মাণকারী সংস্থা ‘সুপারটেকের’ (Supertech) চেয়ারম্যান আরকে অরোরা । রবিবার দুপুরে মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যেই ৩,৭০০ কেজিরও বেশি বিস্ফোরক ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হয়েছে গগনচুম্বী টুইন টাওয়ার (Loss due to demoliton of twin tower) ।
সুপারটেক এমারেল্ড কোর্ট প্রকল্পের অংশ ছিল নয়ডার ওই জোড়া টাওয়ার । সংবাদসংস্থা পিটিআইকে ‘সুপারটেকের’ চেয়ারম্যান বলেছেন, ‘‘জমি, নির্মাণ, একাধিক অনুমোদন, ব্যাঙ্কে সুদের হার, সেই সঙ্গে জোড়া টাওয়ারের ক্রেতাদের ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত ও অন্যান্য খরচ— এই সব মিলিয়ে আমাদের ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা ।’’ তিনি আরও জানিয়েছেন, ‘এডিফিস ইঞ্জিনিয়ারিং’ নামে যে সংস্থা এই জোড়া টাওয়ার ভাঙার দায়িত্ব নিয়েছিল, তাদের ১৭.৫ কোটি টাকা দিয়েছেন তাঁরা ।
আরও পড়ুন, Noida Twin Tower Demolition: ৯ সেকেন্ডে ভেঙে পড়ল নয়ডার টুইন টাওয়ার, সাদা ধোঁয়ায় ঢেকে গেল এলাকা
নয়ডা এক্সপ্রেসওয়ের কাছে সেক্টর ৯৩এ এলাকায় নির্মাণ করা হয়েছিল এই জোড়া টাওয়ার । দু'টি টাওয়ার মিলিয়ে ৯০০টিরও বেশি ফ্ল্যাট ছিল । যার বর্তমান বাজারমূল্য ৭০০ কোটিরও বেশি বলেই দাবি নির্মাণকারী সংস্থার । তবে, গত বছর বেআইনি নির্মাণের অভিযোগ এই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । প্রায় এক বছর পর নির্দেশ মতো সেই টুইন টাওয়ার মাত্র ৯ সেকেন্ডে এক বোতামের চাপেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রবিবার দুপুরে ।