RG Kar Case : ডাক্তারদের অভিযোগ শুনে দিতে হবে রিপোর্ট, RG Kar শুনানিতে NTF-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

Updated : Dec 10, 2024 17:29
|
Editorji News Desk

দেশের প্রধান বিচারপতি হওয়ার পর মঙ্গলবার প্রথমবার আরজি কর শুনানি শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না। এই শুনানিতে তাঁর নির্দেশ, ১২ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের রিপোর্ট জমা দিতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে। তার আগে পর্যন্ত কেন্দ্রীয় আইন সম্পর্কে কোনও মন্তব্য করবে না আদালত। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, একটি ইমেল আইডি চালু করবে NTF। চিকিৎসকরা চাইলে এই ইমেল আইডি মারফত নিজের অভিযোগ টাস্ক ফোর্সকে জানাতে পারবেন। একইসঙ্গে, জুনিয়র ডাক্তারদের জাতীয় টাস্ক ফোর্সে গিয়েই অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 

আরজি কর নিয়ে এদিন নিজেদের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে সিবিআইয়ের দাবি, আরজি করের দুর্নীতির ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের জন্য গত ২৭ নভেম্বর রাজ্যের থেকে অনুমতি চাওয়া হয়েছিল। ২৯ নভেম্বর চার্জশিট দেওয়া হয়েছিল। যদিও সিবিআইয়ের দাবি মানতে নারাজ রাজ্য। তুষার মেহতার তোলা অভিযোগের ভিত্তিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, এই ইস্যুতে রাজ্যের কাছে কোনও তথ্য নেই। 

এদিনের শুনানিতে রাজ্যেকে এই ইস্যুতে দ্রুত পদক্ষেপ করার কথা বলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একইসঙ্গে এই মামলায় CBI-এর থেকে ডিএনএ রিপোর্টও চেয়েছেন প্রধান বিচারপতি। খারিজ করেছেন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া মামলাও। তবে, নিম্ন আদালতে এই মামলার কী অবস্থা তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। 

প্রধান বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে ১৭ মার্চ। একইসঙ্গে তিনি জানান, শিয়ালদহ আদালতে ট্রায়ালে দেরি হলে সুপ্রিম কোর্ট স্বতপ্রণোদিত হয়ে মামলায় হস্তক্ষেপ করতে পারে। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত।

RG Kar Case

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর