গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে(Narendra Modi) ক্লিনচিট দিয়েছিল সিট (SIT)। ক্লিনচিটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির(Ex Congress MP Ehsan Jafri) স্ত্রী জাকিয়া। শুক্রবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে(Gulbarg Society Clash 2002) হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এহসান। তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল(SIT) গঠন করা হয়। কিন্তু পরে তথ্যপ্রমাণের অভাবে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। তার পরেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ (রিজার্ভ) রাখে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ।
গুজরাট দাঙ্গার(Gujarat Riot 2002) নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, এ নিয়েই আলোকপাত করার জন্য আদালতে সওয়াল করেছিলেন জাফরির আইনজীবী কপিল সিব্বল(Kapil Sibbal)। তিনি জানিয়েছিলেন যে, বৃহত্তর ষড়যন্ত্রের মামলাটি তদন্ত করেনি সিট। জাফরির আবেদনের বিরোধিতা করে সিটের তরফে দাবি করা হয় যে, গুজরাট দাঙ্গার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের পিছনে ঘৃণ্য চক্রান্ত রয়েছে। ২০১৭ সালে সিটের তদন্ত রিপোর্ট পুনরায় খোলার আর্জি খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়(Tista Shiltalwad)। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাকিয়া।