আরও বিপাকে বিজয় মালিয়া। এবার তাঁকে চার মাসের জেলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এক শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। ২০১৭ সালের এক মামলায় পলাতক বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ আদালত থেকে তথ্য গোপন ও আদালতকে অবমাননা করার।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সময়মতো জরিমানা দিতে না পারলে মালিয়াকে আরও দু মাস জেলের সাজা ভোগ করতে হবে। শীর্ষ আদালত এও জানিয়েছে, নির্দেশ অমান্য় করে সন্তানদের প্রায় ৩১৮ কোটি টাকা পাঠিয়েছেন মালিয়া। এ দিকে তাঁকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বার বার নির্দেশ অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল।
আরও পড়ুন : প্রাকৃতিক বিপর্যয় সামলে সোমবার থেকে ফের শুরু হল অমরনাথ যাত্রা
সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল।