দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আগামী ১ জুন পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হল। আবগারি মামলায় গ্রেফতার কেজরিওয়াল। শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। গত ২১ মার্চ এই মামলার তদন্তে কেজরিওয়ালকে গ্রেফতার করছিল ইডি। ২ জুন ফের তাঁকে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার চলতি লোকসভা ভোটের চতুর্থ দফা। লোকসভার বাকি দফার প্রচারের জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে আবেদন করেছিলেন আপ নেতা। সেই আবেদন এদিন মঞ্জুর করল শীর্ষ আদালত। যদিও প্রাথমিক ভাবে কেজরির এই আবেদনের বিরোধিতা করেছিল ইডি।
তবে এক্ষেত্রে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি অপরাধী নন। লোকসভা ভোটের প্রার্থী না হলেও তাঁর প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে।