সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকড। শুক্রবার শীর্ষ আদালতের চ্যানেলে রিপল ল্যাবস নামে একটি সংস্থার বিজ্ঞাপনী ভিডিয়ো লাইভ সম্প্রচার হচ্ছে।
এই ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ সাংবিধানিক বেঞ্চ ও জনস্বার্থ সংক্রান্ত মামলার লাইভ স্ট্রিমিং হয়। সম্প্রতি আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে এই মামলার লাইভ শুনানি হয়। ওই লাইভ স্ট্রিমিং দেখেন বড় সংখ্যক ভিউয়ার্স। প্রাথমিকভাবে অনুমান, সুপ্রিম কোর্টের চ্যানেল হ্যাক হওয়া, সাইবার নিরাপত্তায় বড়সড় গলদের ফলেই হয়েছে।
হ্যাকড হওয়া চ্যানেলে 'ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি-স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআররপি প্রাইস প্রেডিকশন' শীর্ষক একটি ভিডিয়ো সম্প্রচার করা হচ্ছে।