পুজোয় আপাতাত কারাগারেই থাকতে হচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে। কারণ, শুক্রবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানিক ভট্টাচার্যের জামিন নিয়ে এখনই হস্তক্ষেপ করা হবে না শীর্ষ আদালত। আগে হাই কোর্টই সিদ্ধান্ত নেবে।
নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। এদিন তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, বাইপাস সার্জারির পর থেকে অসুস্থ মানিক ভট্টাচার্য। গত একবছর ধরে জেলে রয়েছেন। হাই কোর্টে জামিনের আবেদন করা হলেও, এখনও শুনানি হয়নি। তাই মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা হোক।
আগামী ১৭ নভেম্বর মানিকের জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে শুনানি হওয়ার কথা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির কথা রয়েছে।