সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আদানিদের। কারণ, শনিবার আদানি-হিন্ডেনবার্গ মামলার রায় আপতত সংরক্ষিত রেখেছে শীর্ষ আদালত। তবে সেবি সম্পর্কে পর্যবেক্ষণ দুই বিচারপতির।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, হিন্ডেনবার্গ রিসার্চের মতো একটি বাজার সমীক্ষা সংস্থায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানিদের বিরুদ্ধে নোটিস জারি করবে, এমনটা ভেবে নেওয়া ঠিক নয়।
এর পাশাপাশি নিজেদের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের বিশেষ তদন্তকারী দল গড়তে বলা ঠিক হবে না। কারণ, সেই নির্দেশ দেওয়ার মতো কোনও তথ্য শীর্ষ আদালতের কাছে নেই।
তবে, আদালত জানিয়েছে, বাজার নিয়ন্ত্রকের বদনাম করার কারণ নেই। আগামী দিনে বাজারে অস্থিরতার কারণে লগ্নিকারীদের যাতে সম্পদ খোয়াতে না হয়, তা নিশ্চিত করতে হবে সেবিকেই।
এই বছরের জানুয়ারি মাসে মার্কিন শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে, এক দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী।
সেবির বিধিকে ফাঁকি দিতে ভুঁইফোঁড় বিদেশি সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ার কিনিয়েছে তারা। যার ভিত্তিতে দুটি মামলা গৃহিত হয়েছিল সুপ্রিম কোর্টে।