মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই । সেই রিপোর্ট পড়ে উদ্বিগ্ন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় । তিনি জানান, সিবিআই রিপোর্টে যা দিয়েছে, তা পড়ে তাঁরা বিচলিত । প্রধান বিচারপতি আরও বলেন, আরজি কর-কাণ্ডের তদন্ত এখন ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’ রয়েছে । এই ঘটনায় সত্য উদ্ঘাটনে সিবিআইয়ের আরও সময় লাগবে বলে মনে করেন প্রধান বিচারপতি ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সিবিআই রিপোর্টে ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কি না, ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কি না, তথ্যপ্রমাণ নষ্ট-সহ পুরো বিষয়টি রয়েছে । সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে পড়েনি । তদন্ত তাঁরা করছে । যে যে প্রশ্নগুলি উঠছিল,তদন্তে সেগুলিও উঠে এসেছে । রিপোর্ট যদি প্রকাশ্যে আসে, তাহলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে ।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, তদন্তে যে তথ্য উঠে আসছে তাতে মৃতার বাবার উদ্বেগ যথাযথ । নির্যাতিতার বাবা যে বিষয়গুলি তুলেছেন, সেগুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খতিয়ে দেখতে হবে । তবে, ডিওয়াই চন্দ্রচূড় বলেন, তদন্ত শেষ করার এখনও অনেক সময় রয়েছে । CBI কে যথেষ্ট সময় দিতে হবে । গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে CBI । প্রধান বিচারপতি বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নও তুলেছেন । কেন DVR বাজেয়াপ্ত করা হচ্ছে না? নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে ?
কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন," রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। "