হিন্দু বিয়েতে অগ্নিসাক্ষী করে সাতপাকে বাঁধা না পড়লে, সিঁদুর দান না হলে তা বিয়েই নয়। সইসাবুদ করে কাগজে-কলমে বিয়ে বিয়েই নয়, জানাল দেশের শীর্ষ আদালত।
সম্প্রতি একটি মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, হিন্দু বিয়েতে ধর্মীয় আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানই মুখ্য বিষয়। দম্পতির ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে বিয়ের প্রমাণ হিসেবে ধরা যাবে না। হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর ধারার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলেছে, সামাজিক অনুষ্ঠানের প্রমাণই বিয়ের প্রমাণ।
জনৈক মহিলা বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন। পরে সেই প্রক্রিয়া চলাকালীনই আদালতে তিনি ও তাঁর স্বামী জানিয়ে দেন, তাঁদের বিয়ে বৈধ নয়। কেননা তাঁরা কোনও ধরনের অনুষ্ঠান করেননি। এই মামলার শুনানিতেই এমন মন্তব্য করল সুপ্রিম কোর্ট।