অল্প সুরাপানে দোষ নাস্তি! এমনটাই বলে থাকেন রসিকজন। এবার সুপ্রিম কোর্টের কথাতেও তারই রেশ পাওয়া গেল!
সিগারেটের প্যাকেটের মতোই এবার থেকে মদের বোতলেও লিখে দেওয়া হোক যে, 'মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক'। এমন দাবি নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন এক মামলাকারী। সেই মামলাকারী অশ্বিনী কুমার উপাধ্যায় একজন আইনজীবী হওয়ার পাশাপাশি বিজেপি নেতা।
তিনি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি নিয়ে জানান, ‘সমাজকে ঠিক পথে রাখতে এবং মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মদের উৎপাদন থেকে শুরু করে বিতরণ, প্যাকেজিং সব কিছুর ওপরই নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। তার জন্য সিগারেটের প্যাকেটের মতই মদের বোতলেও সতর্কবার্তা লেখা শুরু হোক।
সেই সতর্কবার্তা টিভি, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করা হোক বলেও দাবি জানান তিনি। তাতে যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়বে এবং মদ্যপানের পরিমাণ কিছুটা হলেও কমবে। এ বিষয়ে সামান্য একটু যত্নবান হলেই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
এই জনস্বার্থ মামলা উঠেছিল প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চে। মামলা খারিজ করে তাঁদের পাল্টা যুক্তি ‘অল্প পরিমাণ মদ্যপান স্বাস্থের পক্ষে ভালো। অনেকেই এই কথা স্বীকার করেন। কিন্তু সিগারেটের ক্ষেত্রে এমন কথা কেউ বলেন না। এমনকি যারা নিয়মিত ধূমপান করেন তারাও স্বীকার করে নেন যে সিগারেট তাদের শরীরের ক্ষতি করছে।’
এরপরই শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় যে, এটি একটি নীতিগত বিষয়। এই ধরনের মামলা গ্রহণ করা যাবে না। মামলাকারী হয় এটা প্রত্যাহার করুক, নাহলে আদালতই এটা খারিজ করে দেবে।