এয়ার ইন্ডিয়া বিমানে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় এবার মুখ খুললেন টাটা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। এদিন বিবৃতি প্রকাশ করে তিনি স্বীকার করে নেন, এক্ষেত্রে তাদের কিছুটা দেরি হয়ে গিয়েছে। চন্দ্রশেখরণ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার কর্মীরা আরও দ্রুততার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে পারতেন, কিন্তু তা যথাসময়ে করা হয়নি৷ এই ঘটনায় ব্যক্তিগতভাবেও দুঃখ প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, এই রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থাটিকে কিছু দিন আগেই কিনে নেয় টাটা গোষ্ঠী।
গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার উড়ানে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল শঙ্করের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জারি করা হয়েছিল লুকআউট নোটিস। গত বৃহস্পতিবার দিল্লি পুলিশ একটি সূত্রে জানতে পারে কর্নাটকে আছে শঙ্কর। সেই সূত্র ধরেই তাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়।