ভুল সংশোধন করে করদাতারা ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল (Income Tax Revised File) করতে পারবেন। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman)।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)-এর জন্য নতুন আইন আনা হবে। আগামী অর্থবর্ষে আরবিআই-এর (RBI) অধীনে ডিজিটাল মুদ্রা (Digital Currency) চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে। জাতীয় পেনশন যোজনা বা NPS-এ করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।
আরও পড়ুন: এবার বাজেট আগামী ২৫ বছরের ব্লু-প্রিন্ট, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের (Loan) সুবিধা পাবেন। যাঁরা পেনশন পান, তাঁদের আয়করে ছাড়। প্রতিবন্ধী বাচ্চাদের বাবা-মায়ের জন্য ট্যাক্সে ছাড়। ভার্চুয়াল ইনকামে (Virtual Income) ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে, অন্য আয়ের সঙ্গে এটি ধরা হবে না। আয়কর কাঠামোর কোনও বদল হবে না।
কর্পোরেট কর (Corporate Tax) ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল। ভার্চুয়াল সম্পত্তি লেনদেনে ১ শতাংশ টিডিএস কাটা হবে। কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমে হল ৭ শতাংশ।