জঙ্গি নিশানায় সেই কুলগাম (Kulgam)। গত কয়েকদিনে এই এলাকায় জঙ্গি (Terrorist attack in Kashmir) তাণ্ডবে প্রাণ হারালেন এই নিয়ে তিন সাধারণ নাগরিক । রাহুল ভাট, আমরিন ভাটের পর মঙ্গলবার জঙ্গিদের গুলির শিকার স্থানীয় এক মহিলা শিক্ষক (Teacher shot dead in Kashmir) । দক্ষিণ কাশ্মীরের গোপালপোরার এই ঘটনায় শিক্ষিকাকে গুলি করে খুন করে জঙ্গিরা । মৃতের নাম রজিনী ।
তিনি জম্মুর সাম্বা জেলার বাসিন্দা । এদিন, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে পুলিশ । কিন্তু, জানা গিয়েছে, হামলাকারী পালাতে সক্ষম হয়েছে ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই জঙ্গিদের গুলিতে নিহত হন কাশ্মীরি টেলিভিশনের বিখ্য়াত অভিনেত্রী আমরিন ভাট । ২৫ মে, বুধবার বদগামের চাদুরায় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা । এই ঘটনায় আহত হয় আমরিনের ১০ বছরের ভাইপো । হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় । কাশ্মীর টেলি জগতে পরিচিত মুখ ছিলেন আমরিন । সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ জনপ্রিয় ছিল । অন্যদিকে, ১২ মে এই শহরেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কাশ্মীরি পন্ডিত ও সরকারি কর্মচারি রাহুল ভাট ।