পড়ুয়ার বয়স মাত্র ন'বছর। অপরাধ, সে নামতা বলতে পারেনি। তাই শাস্তি হিসেবে ছাত্রের হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষক। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের কানপুরের এক শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
ঘটনাটি কানপুরের প্রেমনগরের এক প্রাথমিক স্কুলের। ওই স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক অনুজ। ভিভান নামে পঞ্চম শ্রেণীর এক পড়ুয়াকে নামতা বলতে বলেছিলেন। অভিযোগ, ওই ছাত্র নামতা বলতে পারেনি। সেই সময় গ্রন্থাগার রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত ড্রিল মেশিন নিয়ে ছাত্রের হাতের উপর চালিয়ে দেন ওই শিক্ষক। তড়িঘড়ি অন্য এক ছাত্র মেশিনের প্লাগ খুলে দিলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্র।
অভিযোগ, অন্য শিক্ষকরা জানতে পেরে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রাথমিক চিকিৎসার পরে ছাত্রটিকে বাড়ি পাঠিয়ে দেন তাঁরা। ছাত্রের এক আত্মীয়ের অভিযোগ, অ্যান্টি-টিটেনাস পর্যন্ত দেওয়া হয়নি।
শুক্রবার গোটা ঘটনাটি নিজের বাবা মাকে জানায় ওই ছাত্র। তারপর তাঁরা স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষোভ জানান। এরপরই প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ। আধিকারিক সুরজিৎ কুমার সিংহ জানিয়েছেন, ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এমনকি তদন্তের জন্য একটি কমিটি ও গঠন করা হয়েছে।