শিক্ষকদের ফাঁকিবাজি রুখতে এবার হোয়াটসঅ্য়াপের সাহায্য নিল কর্নাটক সরকার। ফাঁকিবাজ শিক্ষকদের শায়েস্তা করতে ব্লক শিক্ষাকর্তার হোয়াটসঅ্য়াপে লাইভ লোকেশন পাঠাতে হবে সমস্ত শিক্ষকদের। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
ক্ষমতায় এসেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। গতমাসে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একাধিক বিষয়ের পাশাপাশি শিক্ষকদের শৃঙ্খলা ও দায়বদ্ধতার দিকে জোর দেওয়ার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
জানা গিয়েছে, স্কুলে ঢোকার পরেই লাইভ লোকেশন শেয়ার করে দিতে হবে ব্লক শিক্ষাকর্তার কাছে। পাশাপাশি প্রতিদিন জাতীয় সঙ্গীত এবং কর্নাটকের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাইতে হবে। এবং সংবিধান প্রস্তাবনার মূল অংশ পাঠ করানো হবে প্রতিদিন।