দূষিত জলে স্নান করে মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরের। জানা গিয়েছে, দূষিত ওই জলে জন্মানো অ্যামিবা কিশোরের নাক থেকে শরীরে প্রবেশ করে। যে অ্যামিবার জেরেই মস্তিষ্কে সংক্রমণ হয়। ওই সংক্রমণের জেরেই মৃত্যু হয়েছে ওই কিশোরের।
ইতিমধ্যেই এই বিরল সংক্রমণে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে কেরলে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে জমা জল নিয়ে সতর্ক করা হয়েছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, দূষিত জল থেকে হওয়া এই সংক্রমণের নাম প্রাইমারি অ্যামিবায়োটিক মেনিনগোয়েনসেফালিটিস। যা একটি অ্যামিবাঘটিত রোগ। এই রোগে মৃত্যুর হার ১০০ শতাংশ। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত কাউকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন - ফের বিতর্কে দিল্লি মেট্রো, দুই তরুণীর পোল ডান্সে নিন্দার ঝড় ইন্টারনেটে
চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হল, জ্বর, বমি, মাথাব্যথা এবং খিঁচুনি। বদ্ধ জলাশয়ে জন্ম নেওয়া অ্যামিবা এই রোগের কারণ।