নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৬ জনের বিরুদ্ধে। অভিযুক্তের তালিকায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ললিতপুর জেলায়।
জানা গিয়েছে, পালি পুলিশ স্টেশনে (Police Station) ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায় এক নাবালিকা। অভিযোগ, ২২ এপ্রিল ওই নাবালিকাকে ভোপাল নিয়ে যায় ৪ জন। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। কিন্তু তাদের খপ্পর থেকে কোনও মতে পালিয়ে আসে ওই নাবালিকা। এরপর পালি পুলিশ স্টেশনে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যায় ওই নাবালিকা। চাইল্ডলাইন ওয়েলফেয়ার কমিটির (Child Line Welfare Committee) হাতে তুলে দেওয়ার আগে স্টেশন ইনচার্জ তাকে ধর্ষণ করে অভিযোগ।
চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে সব ঘটনা খুলে বলে ওই নাবালিকা। চাইল্ড লাইন কর্তৃপক্ষ এরপরই ললিতপুরের এসপির কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জানান। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম তিলকধারী সরোজ। ললিতপুরের এসপি নিখিল পাঠক সঙ্গে সঙ্গে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: রাজ্যের সফর সূচিতে বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
ললিতপুর জেলার এসপি নিখিল পাঠক জানিয়েছেন, ওই স্টেশন-ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।