সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট (Friend Request) অ্য়াকসেপট করেনি। ১৬ বছরের কিশোরীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। আহত কিশোরীর মা। ঘটনাটি ঘটেছে মথুরার নাগলা বোহরা গ্রামে (Mathura)। পুলিশ সুপার মারতান্ড প্রকাশ সিং জানিয়েছেন, প্রধান অভিযুক্তের নাম রবি। সে মুজফফরনগরের বাসিন্দা।
কিশোরীর বাবা তেজবীর সিং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তেজবীর ফরিদাবাদের একটি কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। রবিবার ওই কিশোরীর বাড়ি বিয়ের কার্ড নিয়ে নিমন্ত্রণ করতে যায় ওই যুবক। কার্ড দেওয়ার সময়ই ওই কিশোরী এগোতেই ছুরি চালায় ওই যুবক। মেয়েকে বাঁচাতে এলে মাকেও আঘাত করে রবি।
আরও পড়ুন: অস্পৃশ্য, তাই খাবার না নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ডেলিভারি বয়কে
পুলিশ সুপার মারতান্ড প্রকাশ সিং জানান, ওই কিশোরীকে খুন করার পর ওই ছুরি দিয়েই আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক।